অনুষ্ঠিত হল কুইন এন্ড কিং অফ হার্ট বিউটি পেজেন্ট শো
সন্দীপন মান্না : ডিভাইন কানেকশন ট্রাস্ট এর পক্ষ থেকে ৩০ শে জুন নরেন্দ্রপুর পাইকপাড়া বিলিভ মাল্টিকিউশন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো কিডস , মিস , মিস্টার ও মিসেস এই চারটি বিভাগে কনসেপ্ট বিউটি পেজেন্ট শো কুইন এন্ড কিং অফ হার্ট | যার প্রধান উদ্যোক্তা ডিভাইন কানেকশন ট্রাস্টের কর্ণধার ও মিসেস ওয়ার্ল্ড ইউনাইটেড নেশনস ২০২২ এর বিজেতা ডঃ পামেলা পাল দাস।এই দিন প্রতিযোগিতায় ক্ষুদে থেকে বড় অনেকেই অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে বিশেষ মাত্রা আনে ডিভাইন কানেকশন ট্রাস্টের সামাজিক দায়বদ্ধতায় কিছু ভিজুয়ালি চ্যালেঞ্জ ব্যক্তিত্বদের পাশের দাঁড়িয়ে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। এই দিন অনুষ্ঠানের বিচারকদের আসনের ডঃ পামেলা পাল দাস সহ উপস্থিত ছিলেন পেজেন্ট ডিরেক্টর অমিত চৌহান , গৌরাভ ত্রিবেদী , কৌশিক পাল, মিসেস ইন্ডিয়া আর্থ 2019 অর্পিতা ভট্টাচার্য | এছাড়াও বিশেষ অতিথি দের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এস পি ওয়েস্ট বেঙ্গল পুলিশ শান্তি দাস বসাক , আইনজীবী ও অল ইন্ডিয়া মেনস ফোরামের প্রেসিডেন্ট নন্দিনী ভট্টাচার্য্য , কে সি দাস মিষ্টান্নের কর্নধার ধীমান দাস , রিপোর্টার্স এন্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অনুপ কুমার বর্ধন , সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন সহ অন্যান্যরা | অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুপার মডেল সপ্তমী ব্যানার্জী |

