অনুমোদনহীন মাদ্রাজা গুলির অনুমোদনে আবেদন মুখ্যমন্ত্রীকে

অনুমোদনহীন মাদ্রাজা গুলির অনুমোদনে আবেদন মুখ্যমন্ত্রীকে

নিউজ ডেস্ক : ১২ ই সেপ্টেম্বর কলকাতা প্রেসক্লাবে ওয়েস্ট বেঙ্গল অনুমোদনহীন আন- এডেড মাদ্রাসা টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হল ৷ সংস্থা থেকে এই দিন আলোচনা সভায় জানানো হয় পূর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ২৩৪টি মাদ্রাসা গুলিকে অনুমোদন দিলেও ২০১৪ ও ২০১৫ সালে দুই থেকে তিনবার ইন্সপেকশন হওয়া প্রায় ৫৪০টি মাদ্রাসার লিস্ট শিক্ষা দপ্তর হতে নবান্নে পাঠানো হয় অনুমোদনের জন্য কিন্তু এখনও পর্যন্ত তার সেরূপ কোন সুরাহা হয় না ও সংস্থা থেকে বিভিন্ন সরকারী দপ্তরে যোগাযোগের পরও এত দিন পর্যন্ত তার হয় না কোন ফল।

সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী এই বছরের ৩১ শে জুলাই বিধানসভায় ও ২১ শে আগস্ট নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে ৭০০ টি আন এডেড মাদ্রাসাদের অনুমোদনে ইচ্ছা প্রকাশ করলে তারই ভিত্তিতে কলকাতা প্রেসক্লাবে অনুষ্ঠিত হওয়া এই আলোচনা সভা থেকে ওয়েস্ট বেঙ্গল অনুমোদন হীন আন এডেড মাদ্রাসা টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা পূর্বে নবান্নে লিস্ট দেওয়া প্রায় ৫৪০ টি অনুমোদনহীন মাদ্রাসার গুলির অবিলম্বে অনুমোদনের আরজি জানান ও এতেও রাজ্য সরকারের কর্ণপাত না করলে বৃহত্তর আন্দোলনের কথা বলেন ৷ উক্ত সভায় সংস্থা থেকে বিভিন্ন জেলা থেকে আগত সদস্য দের মধ্যে উপস্থিত ছিলেন , সংস্থার মুখ্য উপদেষ্টা মৌলানা কামরুল জামাল, সম্পাদক সামিউল ইসলাম, সহ সম্পাদক মহম্মদ রুকু মুদ্দিন , দুলাল ইসলাম , সভাপতি শামসুল আরেফিন, কার্যকরী সভাপতি মৌলানা জরিফুল ইসলাম সহ অনুষ্ঠানের আহ্ববায়ক সাহিদুল ইসলাম সহ অন্যান্যরা ৷

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )