অখন্ড ভারতীয় সনাতনী সঙ্ঘের গঙ্গা পূজো 2024
সন্দীপন মান্না : ১৬ ই জুন কলকাতাতেও পালিত হল গঙ্গা দশেরা | বাবুঘাটের আরতি বন্দনা ঘাটে পালিত হল মহারম্ভে এই উৎসব | এদিন বহু মানুষের সমাগমে অনুষ্ঠিত হল গঙ্গা পূজো ও আরতি |

অখন্ড ভারতীয় সনাতনী সঙ্ঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদিকা আইনজীবী মিতা ব্যানার্জীর বিশেষ উদ্যোগে ও কেন্দ্রীয় সভাপতি বরুন রায় ও প্রদেশ সভাপতি সুবীর সাহার বিশেষ তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে বাবুঘাটের আরতি বন্দনা ঘাটে, গঙ্গা পুজোর সাথে ভক্তের সমাগমে গঙ্গা আরতি সুসম্পন্ন হবার পর এক হাজার একশ এগারো টি প্রদীপ গঙ্গাবক্ষে প্রজ্বলন করা হয় |

এরপর প্রায় ১০০০ এর বেশি ভক্তদের মহা প্রসাদ বিতরণ করার কর্মসূচী পালিত হয় এই সঙ্ঘের অন্যান্য সদস্যদের সহযোগীতায় |

CATEGORIES সোস্যাল