
২০ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে বঙ্গ সঙ্গীত উৎসব ২০২৪
দেবশ্রী মুখার্জী : রাজ্য সরকার দ্বারা আয়োজিত বাংলা সঙ্গীত মেলায় পশ্চিমবঙ্গের বহু শিল্পীদের স্থান হয় নাই | কারন ছাড়াই বাদ দেওয়া হয়েছে। এই সব শিল্পীদের, পাশে দাঁড়ানোর লক্ষ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী –র নেতৃত্বে, কালচারাল এন্ড লিটেরারি ফোরাম অফ বেঙ্গল এর পক্ষ থেকে আয়োজিত হতে চলেছে “ বঙ্গ সঙ্গীত উৎসব ২০২৪ “এই সঙ্গীত উৎসব টি হবে পিন্সসেপ ঘাট এর কাছে।
সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জিতেন্দ্র তিউয়ারি, সভাপতি, কালচারাল এন্ড লিটেরারি ফোরাম অফ বেঙ্গল, প্রীতম সরকার, সাধারন সম্পাদক, কালচারাল এন্ড লিটেরারি ফোরাম অফ বেঙ্গল অসীম সরকার, বিধায়ক, হরিণঘাটা ও সঙ্গীত শিল্পী ,অঞ্জনা বসু, বিশিষ্ট অভিনেত্রী, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট সঙ্গীত শিল্পী , দেবজিত বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট সঙ্গীত শিল্প, সঙ্ঘমিত্রা চৌধুরী, বিশিষ্ট চিত্র পরিচালক , দিব্যেন্দু দাস বাউল। এই সন্মেলনে জিতেন্দ্র তেওয়ারি জানালেন এই সঙ্গীত উৎসবে বিশিষ্ট সঙ্গীত শিল্পী পাহাড়ের ভাওইয়া থেকে সুন্দরবনের বনবিবির গান থাকবে।
