হাইকোর্ট ক্লাব ক্যালকাটা আয়োজিত আইনজীবী মহিলাদের প্রমমবার ফুটবল ম্যাচ

হাইকোর্ট ক্লাব ক্যালকাটা আয়োজিত আইনজীবী মহিলাদের প্রমমবার ফুটবল ম্যাচ

দেবশ্রী মুখার্জী : ১৬ ই ডিসেম্বর কলকাতার মহামেডান স্পোর্টিং ক্লাবের মাঠে হাইকোর্টের তৃনমূলের লিগ্যাল সেলের চেয়ারম্যান তরুণ চ্যাটার্জীর বিশেষ উদ্যোগে হাইকোর্ট ক্লাব ক্যালকাটা আয়োজিত ওয়ান ডে ইন্ট্রা বার নক আউট ফুটবল টুর্নামেন্টে প্রথমবার মহিলা আইনজীবীদের ফুটবল ম্যাচ হয় ৷ যেখানে দুটি টিম অংশ নেয় ৷ এই খেলার উদ্বোধন করেন জাস্টটিস বিশ্বরূপ চৌধুরী ও বিধায়ক আশোক দেব ৷ এছাড়াও উপস্থিত ছিলেন হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারী বিশ্বব্রত বসু মল্লিক সহ অন্যান্যরা ৷ এই ফুটবল টুর্নামেন্টটি সুসম্পন্ন করতে সহযোগীতা করে নর্থ পয়েন্ট ডে স্কুল | খেলায় অংশগ্রহণকারী মহিলা আইনজীবীদের পক্ষ থেকে উদোক্তাদের সাধুবাদ জানায় পুরুষদের সাথে মহিলাদেরও ফুটবল খেলায় অংশ গ্রহন করার সুযোগ দেওয়ার জন্য ৷

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )