
সিকিমের ভারী বিপর্যয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী
নিউজ ডেস্ক : সিকিমের ভারী দূর্যোগে সেনা নিখোঁজ হওয়ার ঘটনায় চিন্তিত মুখ্যমন্ত্রী ৷ সিকিমের বিপর্যয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে ও সরকারের পক্ষ থেকে সমস্ত রকম সাহায্য করা হবে এমনটাই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ৷

ইতিমধ্যেই তার মুখ্য সচিবকে দুর্যোগ মোকাবিলায় সমস্ত প্রস্তুতির ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে ৷ কালিম্পং দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে ৷ সিনিয়র আইএএস অফিসার ও সংশ্লিষ্ট মন্ত্রীদেরও উদ্ধার কার্য পর্যবেক্ষন ও ত্রাণ তদারকির জন্য উত্তরবঙ্গে পাঠানো হয়েছে ৷



CATEGORIES প্রকৃতি