সনাতনী ধর্মের প্রচারে অখন্ড ভারতীয় সনাতনী সঙ্ঘের পক্ষ থেকে শ্রীমদ ভাগবত গীতা – দান

সন্দীপন মান্না : 2 রা জুন অখন্ড ভারতীয় সনাতনী সংঘের পক্ষ ধর্মগ্রন্থ ‘গীতা’ দানের এক অভিনব কর্মসূচী পালিত হল | কলকাতার গড়িয়াহাট মার্কেট সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ধর্মগ্রন্থ শ্রীমদ ভাগবত গীতার তাৎপর্য ও কার্যকারিতা তুলে ধরে হিন্দু সনাতনী ধর্মের প্রচার করল অখণ্ড ভারতীয় সনাতনী সঙ্ঘের সদস্যরা |

এদিন গড়িয়াহাট মার্কেট সংলগ্ন পথ চলতি সাধারণ মানুষের সাথে ট্রাফিক পুলিশ আধিকারিক, গড়িয়াহাট থানার ওসি ও এরসাথে অন্যান্য পুলিশ কর্মকর্তাদেরও ধর্মগ্রন্থ গীতা দান করা হয় |

উক্ত কর্মসূচির বিশেষ উদ্যোক্তা অখন্ড ভারতীয় সনাতনী সংঘের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা আইনজীবী মিতা ব্যানার্জির উপস্থিতিতে ও এর সাথে সঙ্ঘের সর্বভারতীয় সভাপতি বরুন কুমার রায়, প্রদেশ সভাপতি সুবীর সাহা সহ অন্যান্য সদস্যদের সহযোগিতায় প্রায় ২০০ এর বেশি ধর্মগ্রন্থ গীতা এদিন সাধারণ মানুষের মধ্যে দান করা হয় ও সাধারণ মানুষ ভক্তির সাথে তা গ্রহণও করে |

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )