শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে বিজয়া সম্মিলনী

শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে বিজয়া সম্মিলনী

দেবশ্রী মুখার্জী : ৭ই নভম্বর রাজ্য তৃনমূল কংগ্রেস ও শ্যামপুকুর বিধান সভা কেন্দ্রের উদ্যোগে পাঁথুরিয়া ঘাটার এক ধর্মশালায় রাজ্যের মন্ত্রী ও শ্যামপুকর বিধানসভার বিধায়ক ডঃ শশী পাঁজার তত্ত্বাবধানে কাউন্সিলার, দলীয়কর্মী ও এলকাবাসীর সাথে আলাপচারিতায় আয়োজিত হল বিজয়া সম্মেলনী |

এই অনুষ্ঠান শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এরপর উক্ত বিধানসভায় বর্ষীয়ান তৃণমূল কর্মীদের সম্বর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানে বিশেষ অতিথির রূপে উপস্থিত সংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে l এই দিন মঞ্চে মন্ত্রী শশী পাঁজা ছাড়াও অন্যান্য তৃণমূল নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর পূজা পাঁজা ইলোরা সাহা, বিজয় উপাধ্যায় , রবীন চ্যাটার্জী, তারকনাথ চ্যাটার্জি, মোহন কুমার গুপ্তা ,উত্তর কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শান্তি রঞ্জন কুন্ডু সহ অন্যান্যরা ৷

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )