
শরৎ সদনে অনুষ্ঠিত হলো কালীপুজো থেকে জগদ্ধাত্রী পুজো অব্দি প্রশাসনিক আলোচনা সভা
নিউজ ডেস্ক : ৮ই নভেম্বর হাওড়া শরৎ সদনে হাওড়ার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে আসন্ন কালীপুজো ছট পুজো ও জগদ্ধাত্রী পূজো নিয়ে হাওড়া সদরের পুজো পুজো কমিটি গুলিকে নিয়ে পুজো যাতে সুষ্ঠু ও স্বাভাবিক হয় ছট পুজোর জন্য গঙ্গার ঘাট গুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে আলোচনা করলেন ক্লাব কমিটিগুলির সাথে দীর্ঘক্ষণ এই আলোচনা চলে ৷

এই আলোচনায় উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায় হাওড়া জেলা শাসক দীপ প্রিয়া পি এবং হাওড়া সদরের পুলিশ কমিশনার ৷এ দিন সকালে প্রবীণ কুমার ত্রিপাঠী এই অনুষ্ঠান শেষে হাওড়া জেলা শাসক কে বাজি বাজার নিয়ে প্রশ্ন করলে ,তিনি সঠিক কোন সদ উত্তর দিতে পারেন নি, ‘তার বদলে সাংবাদিকদের বক্তব্য দিলেন হাওড়া সদরের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী তিনি বলেন দুদিন আগে বাজি বাজার উদ্বোধন হলেও হঠাৎ কোটের তরফ থেকে একটি অর্ডার আসে এখানে বাজিবাজার না করার জন্য তারপরেই তারা বাজি বিক্রেতাদের হাওড়া কদমতলা চ্যাটার্জি পাড়ার মাঠে সেই মাঠে বাজি বিক্রি করার কথা বলেছেন প্রশাসনের তরফ থেকে কিন্তু কাজীপাড়ার সেই মাঠটি খুবই স্বল্প দৈর্ঘ্যের হওয়াতে এবং জনবহুল অঞ্চলের র মধ্যে অবস্থিত থাকার ফলে সেভাবে আর ব্যবসা হবে না বলে মনে করছেন বাজি ব্যবসায়ীরা এর ফলে ডুমুর জলা বাজি মেলার ব্যবসায়ীরা প্রচন্ডভাবে লোকসানের মধ্যে পড়ে যাবেন বলে জানালেন ৷
