রাতের হামলা ইঙ্গিত দিচ্ছে বড়সড় আক্রমণের

রাতের হামলা ইঙ্গিত দিচ্ছে বড়সড় আক্রমণের

নিজজ ডেস্ক : বৈদুতিন সংবাদমাধ্যমে তিনি আগেই জানিয়েছিলেন গাজার স্থলভাগে হামলার কথা। ইজরায়েলের প্রধানমন্ত্রী, বেঞ্জামিন নেতানিয়াহুর কথামতোই বুধবার, রাতের অন্ধকারের আড়ালে উত্তর গাজার বিভিন্ন ঘাঁটিতে হামলা চালায় ইজরায়েলি স্থলবাহিনী। বেশ কয়েক ঘন্টা ধরে উত্তর গাজায় ঢুকে এই অভিযান চালায় ইজরায়েলি সেনা।ঘটনার নিন্দায় সরব হন মার্কিন প্রেসিডেন্ট, জো বাইডেন। এই যুদ্ধ নিরসনের ক্ষেত্রে তিনি যে আরও সক্রিয় হবেন, একথাও জানান এক সাংবাদিক বৈঠকে। যেখানে উপস্থিত ছিলেন ওয়াশিংটনে সফররত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, অ্যান্টনী আলবানিজের।


হামাস শাসিত গাজার স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গেছে, গাজায় মৃত্যু সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। এরপর যখন ইজরায়েলি সেনা পুরোদস্তুর আক্রমণ শুরু করবে, তখন মৃত্যুর হার কোথায় গিয়ে দাঁড়াবে, সেটা ভেবেই শঙ্কিত গাজাবাসী। ওদিকে জ্বালানি সহ বিভিন্ন রসদ ফুরিয়ে আসছে। অচিরেই খাদ্য সংকট দেখা দেবার সম্ভাবনা। উদ্ধার এবং চিকিৎসার কাজ কীভাবে চলবে সেটাও একটা বিরাট প্রশ্নচিহ্ন নিয়ে ঝুলে রয়েছে গাজাবাসীর সামনে। নেতানিয়াহুর কথার সত্যতা থেকে এটা ভাবা যেতেই পারে, এ তো শুধু ট্রেলার দেখালো ইজরায়েলি সেনা, পুরো সিনেমা শুরু হলে গাজার অবস্থা কী হবে সেটাই এখন ভয়ের কারণ।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )