
মুখ্যমন্ত্রী মমতার মন্ত্রী সভায় দফতর রদবদল
নিউজ ডেস্ক : মুখ্যমন্ত্রীর মন্ত্রী সভায় হল রদবদল | মন্ত্রী বাবুল সুপ্রিয়র দায়িত্ব কিছুটা কমিয়ে দিলেন মমতা ৷ বাবুলের হাতে তথ্যপ্রযুক্তি এবং বৈদ্যুতিন দফতর ছিল। সেটা থাকছে , তার সাথে ছিল পর্যটন ৷ এবার পর্যটনের পরিবর্তে বাবুল পেলেন অচিরাচরিত শক্তি দফতর ৷ অন্য দিকে ইন্দ্রনীল ছিলেন তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ৷ এবার অতীতের মতো তিনি পেলেন পর্যটন দফতরের স্বাধীন দায়িত্ব ৷ প্রদীপ মজুমদারের দায়িত্ব বাড়িয়ে দেওয়া হল সমবায় দফতরে ভার ৷ হাওড়ার বিধায়ক অরূপ রায়ের গুরুত্ব কমিয়ে সমবায় থেকে সরিয়ে দেওয়া হল খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের ভার ৷

CATEGORIES রাজনীতি