মাহেশ জগন্নাথ মন্দিরে পালিত হল জন্মষ্ঠমী ব্রতঃ

মাহেশ জগন্নাথ মন্দিরে পালিত হল জন্মষ্ঠমী ব্রতঃ

নিউজ ডেস্ক : জন্মাষ্টমী মানে ভগবান শ্রী কৃষ্ণের জন্মদিন ৷ আর সেই উপলক্ষ্যে হুগলী জেলার শ্রীরামপুর মাহেশ জগন্নাথ মন্দিরে পালিত হল জন্মাষ্ঠমী ব্রত ও হোম যজ্ঞ। এদিন সকালে মন্দিরের জগন্নাথ শুভদ্রা ও বলরাম কে পূজার্চনার মাধ‍্যমে বিশেষ পাগড়ি শৃঙ্গার বেশে সজ্জিত করা হয়। এবং রাতের বেলা এক বিশেষ হোমযজ্ঞের আয়োজন করা হয়। এদিন বহু দূরদূরান্ত থেকে ভক্তদের ঢল নেমেছিল মাহেশের মন্দিরে।
মাহেশ জগন্নাথ মন্দিরের সম্পাদক তথা মন্দিরের প্রধান সেবায়ত পিয়াল কৃষ্ণ অধিকারী বলেন এই মন্দিরের রথযাত্রা ছয়শো বছরের বেশি সময়ের পুরাতন এবং হুগলী তথা সারা বাংলা জুড়ে মাহেশের জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রা সবার কাছে জনপ্রিয় বর্তমান সময়ে এই রথযাত্রা দেশছাড়িয়ে বিদেশে সুনাম ছড়িয়েছে। এদিন তিনি রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন মমতা বন্দোপাধ‍্যায়ের সরকারের আর্থিক সাহায্যের ফলে আজ মাহেশের জগন্নাথ মন্দিরের সংস্কার করা সম্ভব হয়েছে ৷

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )