
মতুয়া মহাসংঘের ব্যাংক অ্যাকাউন্টে অবৈধ কোটি টাকা
নিউজ ডেস্ক : মতুয়া মহা সংঘের ব্যাংক একাউন্টে অবৈধভাবে জমা পড়েছে কোটি টাকা সেই বিষয়ে চৌঠা মার্চ কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করলেন তৃণমূলের সংসদ ও অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংজ্ঞাধিপতি মমতা বালা ঠাকুর। |তিনি বৈঠকে জানান ইতিমধ্যে রাজ্য পুলিশের কাছে তিনি বিষয়টি জানিয়েছেন ও কেন্দ্রিয় সরকারকেও এই বিষয়ে অবগত করতে চেয়ে তদন্তের আবেদনের ইচ্ছা প্রকাশ করেন |


CATEGORIES রাজনীতি