ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিশ্রুতি পূরণের দাবীতে

ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিশ্রুতি পূরণের দাবীতে

পিনাকী চৌধুর : ২০১৬ সালের ১১ সেপ্টেম্বর সরশুনার রূপকার তথা সিপিআইএম নেতা নির্মল মুখার্জীর উদ্যোগে সরশুনা এডুকেশনাল সোসাইটি এবং পরবর্তী সময়ে সরশুনা মেডিকেয়ার এন্ড ডায়াগনষ্টিক রিসার্চ সেন্টার গণ কনভেনশনের মাধ্যমে বৃহত্তর বেহালাবাসীর থেকে দান বাবদ সংগৃহীত ১ কোটি ১০ লক্ষ টাকা এবং সরশুনার সোনামুখীতে অবস্থিত প্রায় ৬ কাঠা জমি ভারত সেবাশ্রম সঙ্ঘের হাতে তুলে দেওয়া হয়। উদ্যেশ্য ছিল স্থানীয় মানুষজন যাতে স্বল্প ব্যয়ে সুচিকিৎসা পান। ভারত সেবাশ্রম সঙ্ঘের তরফে মাননীয় দিলীপ মহারাজ সেইসময়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, পরবর্তী দুই বছরের মধ্যে সেখানে একটি জনহিতকর স্বাস্থ্য প্রকল্প গড়ে তুলবেন। কিন্তু দীর্ঘ সাত বছর অতিক্রান্ত হয়েছে।

সেই প্রতিশ্রুতি আজও বাস্তবায়িত হয়নি। বলা ভাল, প্রকল্প টি বিশ বাঁও জলে ! সোনামুখীতে সেই জমিটি বর্তমানে অসংরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় মানুষজনের দাবী মেনে ৬ জানুয়ারি সরশুনার শ্রীকৃষ্ণ ভিলাতে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সম্পূর্ণ অরাজনৈতিক সভায় দলমত নির্বিশেষে সকলের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। আহ্বায়ক শ্রী মনোজ ঘোষ বলেন ” আমরা চাই দ্রুত এই স্বাস্থ্য প্রকল্পের কাজ সম্পন্ন হোক। এজন্য আমরা গণ স্বাক্ষর অভিযান শুরু করবো।” কলকাতা পুরসভার ১২৭ নম্বর ওয়ার্ডের মাননীয়া পৌর মাতা মালবিকা বৈদ্য বলেন ” এই স্বাস্থ্য প্রকল্প বাস্তবায়ন হোক, সেটা আমিও চাই। আর সেই অসংরক্ষিত জমি যাতে জনহিতকর কাজে লাগে, সেটাও লক্ষ্য রাখতে হবে।” এলাকার প্রাক্তন পৌর প্রতিনিধি শ্রী নিহার ভক্ত বলেন ” স্বাস্থ্য প্রকল্পটি গড়ে উঠলে সমগ্র সরশুনাবাসী উপকৃত হবেন।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রীণা ধর, অসীম মুখার্জি, মৃণাল কান্তি চক্রবর্তী, শঙ্কর দাস, গঙ্গানারায়ন প্রামাণিক প্রমুখ।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )