বেঙ্গল ট্যালেন্ট অ্যাওয়ার্ড 2023

বেঙ্গল ট্যালেন্ট অ্যাওয়ার্ড 2023

নিউজ ডেস্ক : ২৯ শে সেপ্টেম্বর কলকাতার মোহিত মৈত্র মঞ্চে প্রথমবার ‘বং সিনেমেটিক ‘ এর কর্নধার বিশ্বরূপ সিন্হার উদ্যোগে ও মৌসুমী বর্ধনের ব্যবস্থাপনায় আয়োজিত হল বেঙ্গল ট্যালেন্ট অ্যাওয়ার্ড 2023 |

এই অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি সঙ্গীত পরিচালক কল্যান সেন বরাট , তালবাদ্য শিল্পী মল্লার ঘোষ , পৌরমাতা লিপিকা মান্না , সঞ্জীব অধিকারী , অভিনেতা অচ্যুত চ্যাটার্জী , মল্লিকা ঘোষ ও অন্যান্যদের হাত দিয়ে বং সিনেমেটিক এর মাতৃরুপেন শারদ সম্মান2023 এর পোস্টার উম্মোচন হয় ৷ এরপর সাংস্কুতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত বিশিষ্ট গুনীজন দের মোট ১২ জনকে মঞ্চ থেকে সম্মানিত করা হয়। এই দিন অনুষ্ঠানে সম্মান প্রাপকেরা হলেন অনুপ কুমার বর্ধন ,মনোতোষ বেরা, সাগ্নিক ভট্টাচার্য্য,রুপা দত্ত চৌধুরী , শুভ্রা নায়েক, অনির্বাণ সামন্ত , শ্রীলেখা চ্যাটার্জী ,তারক ধর ,অঙ্কিতা দাস ,শেফালী গিরি ,মনীষা বেরা৷ ছাড়াও এই দিন উপস্থিত ছিলেন বুলু গোস্বামী ,অনুপ কুমার সামন্ত , বিশ্বজীৎ পাল , পল্লবী দাস , দেবজীৎ ভট্টাচার্য সহ অন্যান্যরা ৷

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )