
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসো সিয়েশনের যুব দিবস পালন
নিউজ ডেস্ক : ১২ ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী ও যুব দিবস পালন করল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশন |স্বামী বিবেকানন্দ সর্বদাই খেলাধুলাকে প্রাধান্য দিতেন আর সেই আদর্শেই ব্যাংকের যুব মহিলা ও পুরুষ উভয় কর্মীবৃন্দরা বিভিন্ন খেলা , সংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক ডায়েরি উদ্বোধনের মধ্য দিয়ে পালন করে এই দিনটি | ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স এসোসিয়েশন যুব দিবস পালনের লক্ষ্য নতুন প্রজন্মের কর্মীদের উজ্জীবিত করা ,যাতে আগামী দিনে দেশ গড়ার ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা নিতে পারে কারণ রাষ্ট্রীয় ব্যাংকই দেশের মজবুত অর্থনীতির কান্ডারী এমনটাই তারা মনে করেন ৷ এই সংগঠন বিগত কিছু সময় ধরে সরকারি ব্যাংক বেসরকারীকরণের বিরোধিতায় সোচ্চার হয়েছে ও আগামী দিনেও হবে বলে সংগঠনের সেক্রেটারী সঞ্জয় দাস ও অন্যান্য যুব সদস্যরা জানান ও স্লোগান দেন ‘সরকারি ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও’ ৷

