বীণা সম্মান ২০২৪ ‘ সেরা মন্ডপ ও ভাবনা

বীণা সম্মান ২০২৪ ‘ সেরা মন্ডপ ও ভাবনা


েবশ্রী মুখার্জী : মাখলা সায়েন্স ক্লাবের সরস্বতী পূজো এবার ৩২ তম বর্ষে পদার্পণ করল | মাখলা সায়েন্স ক্লাবের সম্পাদক ও উত্তরপাড়া পৌরসভার উপ পৌরপ্রধান খোকন মন্ডলের প্রচেষ্টায় আয়োজিত ৭ দিন ব্যাপী অনুষ্ঠিত হওয়া এই পূজোয় সায়েন্স এক্সিবিশন সাংস্কৃতিক প্রতিযোগীতা , পুরষ্কার বিতরন ,সংবর্ধনা জ্ঞাপন ইত্যাদি বিবিধ সমাজে সু-বার্তা বহন কারী কর্মসূচীর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই পূজো | এই পূজো তৃতীয় নয়ন পত্রিকা আয়োজিত ‘বীণা সম্মান ২০২৪’ সেরা মন্ডপ ও ভাবনার সম্মানে ভূষিত হল |

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )