বামেদের ব্রিগেড ‘হিট’!

বামেদের ব্রিগেড ‘হিট’!


সংবাদদাতা :- সুন্দরবন থেকে নৌকায় করে এসে ব্রিগ্রেডের উদ্দেশ্যে রওনা বামপন্থীদের। ব্রিগেডে মীনাক্ষী মুখোপাধ্যায়ের জনসভা। আর সেই জনসভায় যোগদান দেওয়ার জন্য রাতের অন্ধকার থাকতে নৌকায় করে পাড়ি দিলেন সুন্দরবন এলাকার বামপন্থীরা। তারা নেবুখালীতে এসে নেবুখালী থেকে বাসে করে প্রায় ১২০ কিলোমিটার পাড়ি দিয়ে ব্রিগেডের সমাবেশে যোগ দেন।রাজ্যজুড়ে তৃণমূলের সন্ত্রাস, বসিরহাটের সরবেড়িয়ায় শাহাজান শেখের যে দুর্নীতি, সব মিলিয়ে প্রতিবাদ করতে এবং লোকসভা ভোটের আগে কমরেডদের উদ্দেশ্যে কী বার্তা দেন মীনাক্ষী সহ বামফ্রন্টের নেতৃত্ব সেটা শোনার জন্য এবং সেই নির্দেশ অনুযায়ী বুথ স্তরে দলের কাজ করার জন্যই এই সমাবেশে যোগদান করে সুন্দরবন এলাকার বামপন্থীরা।এদিকে, ঠান্ডা উপেক্ষা করেই DYFI এর ব্রিগেড সমাবেশে রাত থেকেই লোক যাওয়া শুরু হয় ঝাড়গ্রাম জেলা থেকে। সন্ধ্যার ট্রেনে বেলপাহাড়ি ব্লক এবং সংলগ্ন এলাকার সদস্যরা রাতেই রওনা হয় কলকাতার উদ্দেশ্যে। নেতৃত্বের বক্তব্য এবারে সমাবেশে ঝাড়গ্রাম থেকে কয়েক হাজার ছাত্র যুব যোগ দে য় ব্রিগেডে। বাম কর্মীদের ব্রিগেডকে ঘিরে উত্‍সাহ ছিলো চোখে পড়ার মতো।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )