
বাড়ি প্রসঙ্গে দাম্পত্য কলহ
নিউজ ডেস্ক :আবারো দাম্পত্য কলহের ঘটনা এল সামনে | 42 A নস্কর পাড়া রোড সন্তোষপুরের বাসিন্দা মিতা মৈত্র অভিযোগ করলেন তার স্বামী জয়দেব মৈত্র এর বিরুদ্ধে | তিনি জানান ২৮ বছরের তার দাম্পত্য জীবন ও ২৬ বছরের পুত্রও রয়েছে |


বিগত কিছু সময় ধরে তার স্বামী জয়দেব মৈত্র তাদের বসত বাড়ি সংক্রান্ত কিছু বিষয় নিয়ে তার ও পুত্র সৌম্যের সাথে বিভিন্ন ভাবে মানসিক ও শারিরীক নির্যাতন করছেন | শুধু তাই নয় এতে কিছু এলকাবাসী ও ক্লাব যুক্ত আছে এমনটাই অভিযোগ মিতা মৈত্রের | এমত অবস্থায় তিনি সহযোগীতার আশায় দারস্ত হন কলকাতা হাইকোর্টের পদ্মশ্রী নমিনেটেড আইনজীবী মিতা ব্যানার্জির কাছে |

CATEGORIES ক্রাইম