বাংলা পক্ষর দক্ষিণ দমদম পৌরসভায় ডেপুটেশন
নিউজ ডেস্ক : বাংলা পক্ষ এমন একটা সংগঠন যারা দাবি করে যে তারা বাংলাতে বাঙালির অধিকারের জন্য সোচ্চার |সেই বাংলা পক্ষ সংগঠনের উত্তর ২৪ পরগনার শহরাঞ্চল জেলার পক্ষ থেকে ৩ রা এপ্রিল তাদের কিছু দাবিতে যথা ,পৌরসভার সমস্ত রাজ্য সরকারি ও সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলা বাধ্যতামূলক করতে হবে ও এলাকার সকল কর্মসংস্থানের জায়গাতে ভূমিপুত্রদের ৯০ শতাংশ সংরক্ষণ করতে হবে এমনটাই জানিয়ে দক্ষিণ দমদম পৌরসভায় এক ডেপুটেশন জমা দেওয়া হয়।

এই দিন সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন জমা করতে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা শহরাঞ্চল জেলার সম্পাদক পিন্টু রায় ,অভিজিৎ দে , সুদীপ্ত দাস , সাগর সাহা , কৌশিক সাহা , রাজ কর সহ অন্যান্য সহযোদ্ধারা |


CATEGORIES অন্যান্য