
বাংলার মহিলাদের দ্বারা পরিচালিত পূজো
দেবশ্রী মুখার্জী : বাংলার মহিলাদের দ্বারা পরিচালিত অন্যতম একটি দূর্গাপূজো হল গড়ুই মধ্য পশ্চিম পাড়া মহিলা দর্গাপূজো কমিটির পূজো ৷ এ বছর এই পূজো ১৭ তম বর্ষে পদার্পন করল ৷ এবারে এদের থিম ‘বিশ্ব জননী’ |

এলাকার কচি কাচাদের সাথে বড়দের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে চতুর্থীতে হল এই পূজোর শুভ উদ্বোধন ৷ পূজো উদ্বোধন করেন পৌরপিতা প্রদীপ মজুমদার ৷ এছাড়াও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গুডেস হাসপাতালের কর্ণধার সোমা চক্ৰবর্ত্তী , অভিনেত্রী ইন্দ্রানী ঘোষ সহ অন্যান্যরা ৷ এই পূজোর প্রধান উদ্যোক্তারা হলেন – পূজো কমিটির প্রেসিডেন্ট লীলা কুণ্ডু , সোক্রেটারী রূপালী দাস , চিফ অরগানাইজার উৎপল দাস , কালচারাল অরগানাইজার সায়ন্তন দাস সহ কমিটির অন্যান্য সদস্যরা ৷


CATEGORIES অন্যান্য