
বাংলাদেশে সংখ্যা লঘুদের ওপর অত্যাচারের বিরোধীতায় অল ইন্ডিয়া লিগল এইড ফোরাম আয়োজিত বৈঠক
দেবশ্রী মুখার্জী : ২৬ শে ডিসেম্বর কলকাতার এক নামী হোটেলে অনুষ্ঠিত হল অল ইন্ডিয়া লিগল এড ফোরাম আয়োজিত এক সাংবাদিক বৈঠক | উক্ত আলোচনা সভা থেকে এদিন প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে সংখ্যালঘু জাতি হিন্দু , খ্রীষ্টান , বুদ্ধিস্ট ইত্যাদি সম্প্রদায়ের ওপর ধর্মের ভিত্তিতে যে অত্যাচার চলছে তার বিরুদ্ধে ও চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশী হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারের তীব্র বিরোধিতায় বৈঠক থেকে সোচ্চার হল এই সংগঠন | অল ইন্ডিয়া লিগেল এড ফোরামের জেনারেল সেক্রেটারী ও সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার আইনজীবী জয়দিপ মুখার্জির আহবানে আয়োজিত এই সভা থেকে আরো জানানো হয়, বাংলাদেশের ইউনুস ও ছাত্র নেতাদের তৈরি অবৈধ সরকার সেখানকার সংখ্যালঘু হিন্দু ও অন্যান্য সম্প্রদায়ের ওপর হয়ে চলা নির্মম অত্যাচারের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করছে না |

এমত অবস্থায় অল ইন্ডিয়া লিগেল এড ফোরামের পক্ষ থেকে পদক্ষেপ নিয়ে রাষ্ট্রসঙ্ঘের কাছে পিটিশন ফাইল করা হয়েছে ইতিমধ্যেই | এদিন সভায় বাংলাদেশের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ উপস্থিত ছিলেন যিনি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষের আইনজীবী হওয়ায় তাকেও বাংলাদেশে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ও তার সাথে সেখানকার অন্যান্য হিন্দু পরিবার গুলির ওপর যে ধরনের অত্যাচার হচ্ছে তারও এদিন তিনি বিবরণ দেন | উক্ত বৈঠকে অন্যান্য বক্তাদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন বিচারপতি সি এস কারনান , বিচারপতি দীপক সাহা রায় , জাস্টিস পার্থ সখা দত্ত , ব্রিগেডিয়ার দেবাশীষ দাস , জাস্টিস সৌমিত্র রায় সহ অন্যান্যরা |
