বাংলাতেও ছট মাইয়ার পূজো

বাংলাতেও ছট মাইয়ার পূজো

দেবশ্রী মুখার্জী : ১৯ শে নভেম্বর রাজ্যে পালিত হল ছট পূজো ৷বাংলার ছটব্রতধারীদের শুভেচ্ছা বার্তা দিয়ে ও তাদের জন্য আয়োজিত বিভিন্ন সংস্থার দ্বারা ক্যাম্পের হেস্টিং থেকে ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বড়বাজারের জগন্নাথ ঘাটের গাঙ্গুলীলেন স্পোর্টিং ক্লাবের ছোট ব্রতকারীদের উদ্দেশ্যে আয়োজিত ক্যাম্পেরও ভার্চুয়ালী উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বড়বাজার জয়মাতা দি সেবা ওয়েলফেয়ার সোসাইটি ওগাঙ্গুলী লেন স্পোর্টিং ক্লাবের আয়োজনে উভয় সংস্থারই প্রেসিডেন্ট সচিন ত্রিপাঠীর তত্ত্বাবধানে পরশুরাম সেনা ও বিশ্ব ভোজপুরি সম্মেলনের সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পে ছট ব্রতধারীদের জন্য মেডিকেল ক্যাম্প, জল প্রদান ,ভোগ বিতরণের সুব্যবস্থা করা হয়। হাজারো মানুষ এই দিন পরিষেবা পায় ক্যাম্প থেকে।

এদিন এই ক্যাম্প পরিদর্শনে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় বকশি,প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সী,তৃণমূল যুবনেতা সৌম্য বকশি, যুবনেত্রী প্রিয়দর্শনী ঘোষ,কাউন্সিলার ইলোরা সাহা,কাউন্সিলার রবিন চ্যাটার্জী, মীরা হাজরা তারকনাথ চ্যাটার্জী কাউন্সিলর ও আইন জীবী অয়ন চক্রবর্তী , পাপ্পু তিওয়ারি, বরুণ মল্লিক সহ অন্যান্যরা ৷

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )