বড় বাজার ২৩ নং ওয়ার্ডে তৃনমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপন

বড় বাজার ২৩ নং ওয়ার্ডে তৃনমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপন

নিউজ ডেস্ক : জোড়াসাঁকো বিধানসভার ২৩ নং ওয়ার্ডে তৃনমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল মহাসমারোহে ৷ ১ লা জানুয়ারী রাজ্যের শাসক দল অর্থাৎ তৃনমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ৷ নতুন বছর 2024 এ ২৭ তম তৃনমূল কাংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল প্রতি বছরের ন্যায় ২৩ নম্বর ওয়ার্ডের TMC প্রেসিডেন্ট স্বপন বর্মনের উদ্যোগে ও ওয়ার্ডের অন্যান্য তৃনমূল কর্মী বৃন্দের সহযোগীতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত বাচ্চাদের স্পোর্স , ড্রইং ও মহিলাদের মেহেন্দি , মিউজিক্যাল চেয়ার ইত্যাদি বিবিধ ক্ষেত্রে আয়োজিত ৭ ব্যাপী প্রতিযোগীতার মধ্য দিয়ে ৷ গত ২৭ শে ডিসেম্বর শুরু হয় এই প্রতিযোগীতা ৷ নতুন বছরের ২ রা জানুয়ারী প্রতিযোগীতায় বিজেতাদের হাতে আকর্ষর্ণীয় পুরষ্কার বিতরনের মধ্য দিয়ে মহা সমারোহে পালিত হল ২৭ তম তৃনমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ৷ উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তৃনমূলের বিশিষ্ট নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সুব্রত বকসী , সাংসদ সুদীপ বন্দোপাধ্যায় , বিধায়ক দেবাশিষ কুমার , বিধায়ক বিবেক গুপ্তা , বিধান নগর মিনিউসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান সব্যসাচী দও , Mic সন্দীপ রঞ্জন বকসী , কাউন্সিলার রাজেশ সিনহা , কাউন্সিলার ইলোরা সাহা , উত্তর কলকাতা INTTUC সাধারন সম্পাদক শচীন ত্রিপাঠী , উত্তর কলকাতা তৃনমূল যুব কংগ্রেসের সেক্রেটারী বাগেশ মিশ্রা সহ অন্যান্যরা ৷

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )