
দূর্গা ভারত সম্মান’ দেবে রাজভবন ! বাংলার কৃতীদের জন্য

নিউজ ডেস্ক : বাংলার কৃতিদের আসন্ন দুর্গাপূজায় সম্মান জানানোর বিশেষ উদ্যোগ নিয়েছে রাজভবন ৷সাহিত্য, প্রযুক্তি বিজ্ঞান, শিল্পকলা ,খেলাধুলা ,মেডিসিন ,সামাজিক কাজ ,পাবলিক অ্যাফেয়ার্স ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে কৃতিদের হাতে তুলে দেওয়া হবে এই সম্মান ৷ পুরস্কার তুলে দেবেন রাজপাল সিভি আনন্দ বোস নিজেই ৷

তিন ধাপে দেয়া হবে এই সম্মান ৷’দুর্গা ভারত ‘ সম্মান (পুরস্কার মূল্য ১ লক্ষ টাকা ), ‘দূর্গা ভারত সম্মান ‘( মূল্য ৫০ হাজার ), ‘দূর্গা ভারত পুরস্কার’ (পুরস্কার মূল্য ২৫০০০)। নাগরিক সমাজের যে কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান এ পুরস্কারের জন্য আবেদন জমা দিতে পারেন ৷ আগামী ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে অন লাইনে মনোনয়ন জামা দিতে হবে ৷


CATEGORIES রাজনীতি