
দিল্লি চলো অভিজানে কেন্দ্রের প্রতি ক্ষুব্দ তৃনমূল কর্মীরা
দেবশ্রী মুখার্জী : দিল্লি চলো অভিজানে তৃনমূল কংগ্রেসের হাওয়া গরম ৷ কেন্দ্র সরকার থেকে মেইল করে জানানো হয় যে তৃনমূল দিল্লি যাবার বিশেষ ট্রেন দাবি করলেও তা দেওয়া সম্ভব নয় ৷ এর কারণ কোচের অভাব ৷ সূত্রের খবর এবিষয়ে ক্ষুব্দ তৃনমূল কর্মীরা দাবি করেন এবার তারা ট্রেন না পেলে অভিজান সফল করতে তারা হেঁটেই দিল্লি যাবে ৷

.



CATEGORIES রাজনীতি