তুমি অনন্যা অ্যাওয়ার্ড 2024
সন্দীপন মান্না : ১৯ শে এপ্রিল সল্টলেকের ফেয়ার ফিল্ড বাই মেরিওট হোটেলে বিওন্ড ড্রিমসের আয়োজনে ও ডেকো ড্রিমসের সহযোগীতায় অনুষ্ঠিত হল ১৯ তম ‘ তুমি অনন্যা অ্যাওয়ার্ড 2024 ‘ | এই সম্মান প্রদান অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে যেসব নারীরা শিক্ষা , সোসাল ওয়ার্ক, অভিনয় , নৃত্যকলা, পুলিশ ,ডাক্তার বিবিধ ফিল্ডে প্রতিষ্ঠিত তাদের সম্মান প্রদান করা হয়।

বিগত সময় বহু সনামধন্য ব্যক্তিত্বদের এই সম্মান দেওয়া হয়। যাদের মধ্যে অভিনেত্রী সাবানা আজমি , অপর্ণা সেন ,মৌসুমী চ্যাটার্জী , নৃত্যশিল্পী মমতা শংকর , সঙ্গীত শিল্পী উষা উত্থপ সহ আরো অনেককে | এবারে মোট ১০ জন কে এই সম্মান প্রদান করা হয় ,যাদের মধ্যে অ্যাওয়ার্ডিরা হলেন- অভিনেত্রী দেবশ্রী রায় , চূর্ণী গঙ্গোপাধ্যায় , এক্সিলেন্স ইন এডুকেশনে প্রফেসর ডঃ চন্দ্রানী বিশ্বাস , IPS শান্তি দাস বসাক , নৃত্যশিল্পী সুতাপা তালুকদার সহ অন্যান্যদের | এই অ্যাওয়ার্ডের উদ্দেশ্য হল নারীদের সমাজে এগিয়ে যেতে উৎসাহিত করা | এদিন অনুষ্ঠানে বিশেষভাব উপস্থিত ছিলেন ‘তুমি অনন্যা অ্যাওয়ার্ডস ‘ এর চেয়ারম্যান স্বাতী গোস্বামী , টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ও গ্রুপের ডিরেক্টর ও সি ই ও প্রফেসর ডঃ সুজয় বিশ্বাস সহ অন্যান্যরা |

