
জগদ্ধাত্রী সম্মান 2023
নিউজ ডেস্ক : তৃতীয় নয়ন সংবাদপত্রের পক্ষ থেকে আয়োজিত জগদ্ধাত্রী সম্মান 2023 এর বেলঘড়িয়ার সেরা পূজো সম্মান জিতে নিল নন্দন নগরের আমরা সবাই ক্লাব ৷


নন্দন নগরের রামকৃষ্ণ পল্লী ১ –২ , মাতৃ পল্লী , সুদর্শন পল্লীর সংযোগ স্থলে অবস্থিত এই ক্লাবের এ বছরের জগদ্ধাত্রী পূজো ২৪ তম বর্ষে পদার্পন করল ৷ এই পূজার প্রধান পৃষ্ঠাপাষক কাউন্সিলার তপন আচার্য্য , যুগ্ম সম্পাদক মিতা পাল ও পাপিয়া দেবনাথ সহ অন্যান্য সকল সদস্যদের হাতে পত্রিকার পক্ষ থেকে পুরষ্কার তুলে দেওয়া হল ৷


CATEGORIES অন্যান্য