গাঙ্গুলীলেন স্পোর্টিং ক্লাবের কালী পূজোর খুঁটি পূজো

গাঙ্গুলীলেন স্পোর্টিং ক্লাবের কালী পূজোর খুঁটি পূজো

দেবশ্রী মুখার্জী : কলকাতার বড় বাজারের গাঙ্গুলীলেন স্পোর্টিং ক্লাবের কালী পূজো এবছর ৫০ তম বর্ষে পদার্পন করতে চলেছে ৷

৩০ শে অক্টোবর মহা আড়ম্বরে এই পূজো কমিটির সভাপতি শচীন ত্রিপাঠী , সেক্রেটারী বাগেশ মিশ্রা , চেয়ারম্যান বরুন মল্লিকের আয়োজনে অনুষ্ঠিত হল এই কালী পূজোর খুঁটি পূজো ৷ এদিন বহু বিশিষ্ট ব্যক্তিত্বদের অতিথি রূপে খুঁটি পূজোয় অংশ নিতে দেখা গেল ৷ অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উল্লেখযোগ্য বিধায়ক তাপস রায়, MlC স্বপন সমাদ্দার , রাজ্য তৃনমূল কংগ্রেসের সাধারন সম্পাদক সঞ্জয় বকসী , প্রাক্তন বিধায়ক স্মিতা বকসী , রাজ্য তৃনমূল যুব কাংগ্রেসের জেনারেল সেক্রেটারী সৌম্য বকসী , তৃনমূল মুখপাত্র ঋজু দও , সোফিয়া খান সহ অনান্যরা ৷

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )