ক্যারাটে তে দীর্ঘ ৫০ বছর অগ্রসর সিদোইন সোমনাথ চ্যাটার্জীর

ক্যারাটে তে দীর্ঘ ৫০ বছর অগ্রসর সিদোইন সোমনাথ চ্যাটার্জীর

সন্দীপন মান্না : ৫ই মে উত্তর পাড়া মার্শাল আর্টস প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক সিদোইন সোমনাথ চ্যাটার্জীর দীর্ঘ ক্যারাটের জীবনের ৫০ বছর উদযাপিত হল এক সম্মান প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে | তিনি ক্যারাটেতে বহু স্বীকৃতি লাভ করেছেন ইতিমধ্যেই , যথা _ পঞ্চমতম ডান জাপান ব্ল্যাকবেল্ট , ষষ্ঠ তম ডান কিও ব্ল্যাক বেল্ট , WKF তৃতীয় তম ডান বেল্ট ইত্যাদি | উত্তর পাড়ার রাজ কৃষ্ণ স্ট্রীটে অবস্থিত এই উত্তরপাড়া মার্শাল আর্টস প্রতিষ্ঠানে তার তত্ত্বাবধানে বহু ছাত্র ছাত্রী পূর্বেও প্রশিক্ষণ পয়েছে বর্তমানেও পাচ্ছে |

প্রতিষ্ঠানের প্রাক্তন ও নতুন ক্যারাটের ছাত্র ছাত্রী ও গার্ডিয়ান ফোরামের পক্ষ থেকে তাঁর এই ৫০ বছর ক্যারাটের সাথে যুক্ত থাকা ও অধ্যায়ন করাকে সম্মান জানিয়ে এক সম্মান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল ক্লাব প্রাঙ্গনে | এদিন অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ছাএ ছাত্রীরা ক্যারাটে প্রদর্শন করার পর কেক কেটে ও মেমেন্টো দিয়ে সিদোইন সোমনাথ চ্যাটার্জী কে সম্মান জানায় | উক্ত অনুষ্ঠানে প্রায় ৩০ জন প্রাক্তন ছাত্র ছাত্রীরা ছাড়াও অতিথিরূপে উপস্থিত ছিলেন সেই ও গো কাই অয় ইন্ডিয়ার চিফ কোচ সেনসি বিমল কর্মকার , ভাইস প্রেসিডেন্ট সেনসি উজ্জ্বল রায় চৌধুরী , ক্লাবের প্রেসিডেন্ট ড : সমীর কুমার ভট্টাচার্য্য , আইনজীবী রেশমা চ্যাটার্জী , রাজ্জশ্রী মুখাজী , তরুন চ্যাটার্জী সহ অন্যান্যরা | উক্ত অনুষ্ঠানে অতিথিদের সাথে প্রাক্তন ছাত্রছাত্রীদেরও সম্মান জানানো হয় |

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )