
ক্যারাটের মনসুন ক্যাম্প অনুষ্ঠিত হল

নিউজ ডেস্ক : অল বেঙ্গল ফুল কন্ট্রাক্ট স্পোর্টস ক্যারাটে এসোসিয়েশন উদ্যোগে অনুষ্ঠিত হল মনসুন ক্যাম্প। বাংলা চিরকালই ফুটবল বিখ্যাত কিন্তু বর্তমানে জাপানের অনুকরণে এক বিশেষমাত্রা যোগ করে বর্তমানে ছেলে মেয়েরা শিখছে ক্যারাটে ৷ মেয়েরা নিজেদের আত্যরক্ষার উদ্দেশ্যে ডোজোতে ভর্তি হচ্ছে ৷ পড়াশোনার পাশাপাশি এই ডোজ শিক্ষা ছেলেমেয়েদের বর্তমানে চাকরি পেতেও বিশেষভাবে সুবিধা করেছে। এই ডোজো শিক্ষার অধিকর্তা ব্ল্যাক বেল্ট প্রাপ্ত নির্মল সাহা গড়িয়া যুব সম্মেলনী ক্লাবের সহযোগীতায় রবিবার মনসুন ক্যাম্পের আয়োজন করেন ৷ ১০০বেশি ছাত্র-ছাত্রী গ্রেডেশন ক্যাম্প অংশগ্রহণ করে ৷ ক্যাম্পে উপস্থিত ছিলেন , গৌতম দেব, অমলেশ দাশগুপ্ত, প্রতাপ মুখার্জী ও মিস্টার রাউত এছাড়াও আরও অনেক বিশিষ্ট অতিথিবর্গরা ৷

CATEGORIES ক্রীড়া