কামারহাটি টাউন তৃণমূল ছাত্র পরিষদের বৈচিত্রের মাঝে ঐক্য উদযাপন

কামারহাটি টাউন তৃণমূল ছাত্র পরিষদের বৈচিত্রের মাঝে ঐক্য উদযাপন

সন্দীপন মান্না : দক্ষিনেশ্বর ৩৪ নং বাস স্ট্যান্ডে কামারহাটি টাউন তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হল ইউনিটি ইন ডাইভারসিটি অর্থাৎ বৈচিত্রের মাঝে ঐক্য | রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় , কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্রের তত্ত্বাবধানে, কামারহাটি র যুব নেতা শুভরূপ মিত্রের সহযোগিতায় ও কামারহাটি টাউন তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট শিভাশিষ মজুমদারের প্রচেষ্টায় আয়োজিত এই অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মানবসেবায় এলাকার দুস্থ মানুষের হাতে কম্বল প্রদান করা হল |

এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় , কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা, MIC দেবরাজ চক্রবর্তী , উপ পৌরপ্রধান তুষার চ্যাটার্জী , CIC মেঘনা মিত্র , কাউন্সিলর বিশ্বজিৎ সাহা, দেবযানী মুখার্জী সহ অন্যান্য তৃণমূলের নেতৃত্বরা | এদিন বহু মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয় |

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )