কলেজ স্কোয়ারে শিল্প কর্মশালা
সন্দীপন মান্না : থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সাহায্যার্থে, ইন্ডিয়ান কফি হাউসের সৌন্দর্যায়ন উপলক্ষে কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন এর পরিচালনায় এবং প্রয়াস ট্রাস্ট-এর সহযোগিতায় ১১ ই এপ্রিল কলকাতার বিদ্যাসাগর উদ্যান কলেজ স্কোয়ারে আয়োজিত হল ‘শিল্প কর্মশালা’!এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলার চিত্রশিল্পের ভাস্বর শিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায় ,পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় , সম্পাদক সুধাংশু শেখর দে ও সমাজসেবী শঙ্কর রাউত সহ অন্যান্যরা |

এই কর্মশালায় ক্যানভাসের বুকে রঙের উৎসবে মোট ১৫ জন বাংলার স্বনামধন্য শিল্পীরা অংশ গ্রহন করেন | তাদের মধ্যে -সুবিমলেন্দু বিকাশ সিনহা, মিহির কয়াল, বাপ্পা ভৌমিক, প্রতীক মল্লিক, মাণিক কান্ডার, স্নেহেন্দু পাল, পার্থ ঘোষ, সুদীপ্ত অধিকারী, রিমঝিম সিনহা দাশগুপ্ত, রচীষ্ণু সান্যাল, অভিজিৎ চক্রবর্তী, পিনাকী চক্রবর্তী, অরিন্দম মজুমদার, অর্ঘ্য ভট্টাচার্য ও অয়ন চক্রবর্তী |
কফি হাউস সোশাল সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্পাদক অচিন্ত লাহার তত্ত্বাবধানে আয়োজিত এই পেন্টিং ওয়ার্কশপে অংশ গ্রহনকারী শিল্পীদের মেমেন্টো প্রদানে সম্মান জানানো হয় |
