কলকাতায় প্রথমবার অনুষ্ঠিত হল চিকিৎসাশাস্ত্রে ব্যবহৃত প্রয়োজনীয় অত্যাধুনিক সামগ্রীর প্রদর্শনী ‘ মেডিকল এক্সিবিশন 2025’

কলকাতায় প্রথমবার অনুষ্ঠিত হল চিকিৎসাশাস্ত্রে ব্যবহৃত প্রয়োজনীয় অত্যাধুনিক সামগ্রীর প্রদর্শনী ‘ মেডিকল এক্সিবিশন 2025’

দেবশ্রী মুখার্জী : কলকাতার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে গত ১৫ ই ফেব্রুয়ারি থেকে শুরু হয় ‘ মেডিকল এক্সিবিশন 2025’ | স্বাস্থ্য পরিষেবার এই মহা সম্মেলনে দেশ-বিদেশের বহু স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করে | চীন, জার্মান , জাপান থেকে আগত বিভিন্ন প্রতিষ্ঠান ও ভারতীয় শিল্পপতিদের সাথে সহযোগীতায় বহু বিদেশী দেশী প্রতিষ্ঠানের চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন প্রয়োজনীয় উন্নত মানের সামগ্রীর স্টলে প্রায় ৩০০ এর বেশি স্টল দেখতে পাওয়া গেল কলকাতায় প্রথম বার হওয়া এই ‘মেডিকল এক্সিবিশনে’ | যা বাংলার চিকিৎসা ব্যবস্থাকে আরো কয়েক ধাপ এগিয়ে নিতে আগামীতে সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশা করাই যায় | বর্তমান চিকিৎসা শাস্ত্রে প্রযুক্তিগত উন্নতি সাধনের সাথে সাথে সেইসব সকল ধরনের চিকিৎসা পরিষেবায় উন্নততর প্রয়োজনীয় সরঞ্জামের সরবরাহে যাতে আগামী দিনে বাংলার চিকিৎসা পরিষেবা শ্রেষ্ঠ স্থান লাভ করতে সহায়ক হয় এমনটাই উদ্দেশ্য নিয়ে কলকাতায় প্রথমবার এই এক্সিবিশনের আয়োজন ও উদ্বোধন করেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল, ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাপতি ও অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোম অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের চিফ অ্যাডভাইজার ডঃ মলয় পিট | এর সাথে সহযোগিতা করেছেন এস আই সার্জিক্যালের এমডি সঞ্জয় মুখার্জি | তিন দিনের এই এক্সিবিশন চলবে ১৭ই ফেব্রুয়ারি পর্যন্ত | এই এক্সিবিশন বহু চিকিৎসক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা পরিদর্শনে আসেন | মেলার দ্বিতীয় দিনে মেলা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন মেলার উদ্বোধক ডঃ মলয় পীট, এসআই সার্জিক্যাল এর কর্ণধার সঞ্জয় মুখার্জি ,ড: সুশান্ত চক্রবর্তী এবং ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের পক্ষ থেকে নির্জন নন্দী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা |

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )