
এত রক্ত কেন ?
পিনাকী চৌধুরী : ৫ ই জানুয়ারি, শুক্রবার সাতসকালে উত্তর ২৪ পরগণার সন্দেশখালি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। উত্তর ২৪ পরগণার দাপুটে তৃণমূল নেতা শেখ সাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতির তদন্ত করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ( ED ) একটি দল যান। নিরাপত্তার জন্য ছিল সিআরপিএফ জওয়ানরা।

কিন্তু সেখানে কিছু দুষ্কৃতী ইডি আধিকারিকদের রীতিমতো মারমুখী হয়ে তাড়া করে। রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত হয়ে এলাকাছাড়া হন ইডি আধিকারিকদের দল ! বাদ যায়নি সংবাদ মাধ্যম। সাংবাদিকদের রাস্তায় ফেলে পেটানো হয় । পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে।এই হিংসা কি পূর্ব পরিকল্পিত ? প্রশ্ন উঠেছে ! আরও প্রশ্ন উঠেছে , তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় ? কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছেন ” রাজ্যপাল কেন ঘোষণা করছেন না যে, এই রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে !” যদিও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন যে, ঘটনাটি ঘটেছে ইডি আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানদের প্ররোচনায়। বিরোধী দলের বক্তব্য যে, রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে।
