ঋণ মুক্ত ভারত গড়ার লক্ষ্যে দমদমের নির্দল প্রার্থী গৌরী বিশ্বাস
সন্দীপন মান্না : দেশ জুড়ে চলছে ভোট যুদ্ধ | দেশের দাপুটে রাজনৈতিক দলগুলি যখন পারস্পরিক ভোটের লাড়াই করছে তারই মাঝে ঋণ মুক্ত ভারত গড়তে দেশ জুড়ে ‘ লাঠি ‘ চিহ্ন এই প্রতীকে আখিল ভারতীয় পরিবার পার্টির সমর্থনে নির্দল প্রার্থী দেওয়া হল | 2024 এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের দমদম কেন্দ্রেই তারা একমাত্র প্রার্থী দিয়েছেন | লাঠি চিহ্নে দমদম কেন্দ্রের নির্দল প্রার্থী গৌরী বিশ্বাসের সমর্থনে ২৫ শে মে দলের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয় এই নির্বাচনে তাদের কিছু বক্তব্য জনসমক্ষে তুলে ধরতে |

এদিন বৈঠকে উপস্থিত প্রার্থী গৌরি বিশ্বাস , দলের পশ্চিম বঙ্গের দায়িত্বে থাকা সদস্য দেব নারায়ণ মন্ডল ও সদস্য শাশ্বতী বিশ্বাস জানান , ঋণ মুক্ত ভারত গড়তেই তাদের এই প্রয়াস | এই নির্বাচনে তাদের অংশ নেওয়ার অর্থই হলো কেন্দ্রীয় সরকারের লকডাউন ঘোষণার ফলে যেসব সাধারন মানুষ বিভিন্ন ঋণে জর্জরিত হয়ে পড়েছে ও তাদের এই ঋণ মেটানোর সমর্থ্য নেই সেই সব সাধারন মানুষের পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে তাদের ঋণ মুক্ত করা | বিগত সময় ধরেই তারা এই বিষয়ে সোচ্চার হয়েছে | ইতিমধ্যেই বহু মানুষ ঋণ মুকুবের জন্য তাদের সাথে যোগাযোগ করেছে | এদিন তারা সাংবাদিক সম্মেলন থেকে সাধারণ মানুষকে প্রার্থী গৌরি বিশ্বাসকে ভোট প্রদানের আবেদন জানান |
