
ঋণ মুক্ত ভারত গড়তে নির্দল প্রার্থী গৌরী বিশ্বাসের প্রচার
নিউজ ডেস্ক : ২৮ শে মে ঋণ মুক্ত ভারত গড়ার লক্ষ্যে আসন্ন লোকসভা নির্বাচনে লাঠি প্রতীক চিহ্নে দমদম লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী গৌরী বিশ্বাসের সমর্থনে অখিল ভারতীয় পরিবার পার্টির পক্ষ থেকে দমদম লোকসভার অন্তর্ভুক্ত পানিহাটি , বরানগর , দমদম ইত্যাদি বিভিন্ন জায়গা ঘুরে চলল দলীয় সমর্থকদের সাথে প্রার্থী গৌরী বিশ্বাসের উপস্থিতিতে নির্বাচনী প্রচার |

এদিন প্রচারে তারা এলকাবাসীর উদ্দেশ্যে জানান সাধারণ মানুষকে ঋণ মুক্ত করতে তাদের এই রাজনৈতিক লড়াই | কেন্দ্রিয় সরকারের লক ডাউন ঘোষণার পর যে সব সাধারণ মানুষ ঋণের জালে জর্জরিত হয়ে পড়েছে অথচ তাদের ঋণ পরিশোধের সামর্থ নেই তাদের হয়ে কেন্দ্রিয় সরকারের কাছ থেকে ঋণ মুকুব করাই তাদের লক্ষ্য | তারা এও বলেন যে , কেন্দ্রিয় সরকার যদি দেশের বড় বড় শিল্পপতি আদানি , আম্বানির হাজারো কোটি টাকা ঋণ মুকব করতে পারে তাহলে সাধারণ মানুষের কোন নয় ? এমনটাই তারা দাবি তোলেন |

এরপর তারা লাঠি চিহ্নে গৌরী বিশ্বাস কে ভোট দানের আবেদন ও করেন | এদিন প্রচারে প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন পার্টির ওয়েস্ট বেঙ্গলের দ্বায়িত্বে থাকা নেতৃত্ব দেব নারায়ণ মন্ডল , শাশ্বতী বিশ্বাস সহ অন্যান্যরা |