
ইন্ডিপেনডেন্ট চার্চেস লিডার্স সেমিনার
সন্দীপন মান্না : ভারত সভা হলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রান্তিক মানুষের স্বার্থে কাজ করে যাওয়া অরাজনৈতিক সংস্থা বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের পক্ষ থেকে অনুষ্ঠিত হল ইন্ডিপেন্ডেট চার্চেস লিডার্স সেমিনার | ১৬ ই সেপ্টোবর অনুষ্ঠিত হওয়া এই সভায় খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন মন্ডলীর পালক ও লিডার্সদের সাথে অন্যান্যরাও উপস্থিত ছিলেন | এই দিন আলোচনা সভায় আগামী দিনে এই সংস্থা কিভাবে মানব স্বার্থে মানব কল্যাণে কাজ করবে সে বিষয়টি যেমন আলোচনা হয় , তার সাথে খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে কিছু বিবিধ বিষয়ে সামনে এনে তারা জানান শীঘ্রই কিছু ব্রেরিয়াল গ্রাউন্ড তৈরি করতে হবে , এর সাথে খ্রিস্টান পুরোহিতদের ভাতা সহ অন্যান্য সরকারি প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করতে হবে | এর সাথে যেসব জায়গায় খ্রিস্টান সম্প্রদায় অত্যাচারিত হচ্ছে সেখানে আইনি পরিষেবা দেওয়া ও অন্যান্য বিষয়ে এদিন বৈঠক হয় |উক্ত বৈঠকে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রাজ্য সভাপতি অধ্যাপক ডাঃ শেখ মহম্মদ ওয়ায়েজুল , রাজ্য তৃণমূলের মাইনরিটি সেলের জেনারেল সেক্রেটারি এনথামুল হক , পশ্চিমবঙ্গ খ্রিস্টান মাইনরিটি সেলের কনভেনর বিশপ ডঃ শ্রীকান্ত দাস , বিশপ আশুতোষ নস্কর , রেভারেন্ট পুলক দাস , বিসপ সঞ্জীব দাস , প্রাক্তন বিসপ ব্রজেন মালাকার , সহ বিভিন্ন ডিস্ট্রিকের পালক , খ্রীষ্টান পুরোহিত , চার্চ লিডারস্ ও অন্যান্যরা |
