
আলিপুর প্রিমিয়ার লিগ 2025 এর বিজেতা ‘ দশানন ‘
সন্দীপন মান্না : আলিপুর বার অ্যাসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত আলিপুর প্রিমিয়ার লিগ 2025 সম্প্রতি অনুষ্ঠিত হল | গত ১৮ ই ফেব্রুয়ারি থেকে ২১ শে ফেব্রুয়ারি পর্যন্ত চলে এই খেলা | এই খেলায় চ্যাম্পিয়ন হয় আইনজীবী বরুণ রায় ও আইনজীবী মিতা ব্যানার্জীর টিম ‘ দশানন ‘ |

২৪ শে ফেব্রুয়ারি আলিপুর পুলিশ কোর্টের আইনজীবী বরুণ রায়ের চেম্বারের সামনে মহাড়াম্বরে পালিত হলো বিজেতা দলের বিজয় উৎসব | যেখানে এই দলের কর্ণধার আইনজীবী বরুন রায় ও মিতা ব্যানার্জি ছাড়াও আইনজীবী খেলোয়াড়রা ও অন্যান্যরা উপস্থিত ছিলেন |

এদিন আইনজীবী খেলোয়াড়দের উৎসাহিত করতে বরুণ রায় ও মিতা ব্যানার্জীর পক্ষ থেকে এই সিরিজের ম্যান অফ দ্যা ম্যাচ আইনজীবী অমিতাভ মন্ডল যিনি এই দলেরই সদস্য তাকে হীরের আংটি ও এই টিমের যে বেস্ট প্লেয়ার আইনজীবী আমিনুল বাগনানি তাকে রয়েল এনফিল্ডের বুলেট গিফট করা হয় | এর সাথে অন্যান্য প্লেয়ারদের দশ হাজার টাকার সাথে ব্লুটুথ ওয়াচ ও অন্যন্য গিফ্ট তুলে দেওয়া হয়। এ বিজয় উৎসবের খুশি সকলের সাথে ভাগ করে নিতে কেক কেটে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়।
