আর জি কর হত্যাকান্ডে অভিযুক্তের ফাঁসীর দাবিতে বাংলা পক্ষ

আর জি কর হত্যাকান্ডে অভিযুক্তের ফাঁসীর দাবিতে বাংলা পক্ষ

নিউজ ডেস্ক : ঘটে যাওয়া আরজি কর হাসপাতালে নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে আওয়াজ আরো জোরদার হচ্ছে। আরজি কর হাসপাতালে নির্যাতিতা ডাক্তারের সুবিচারের দাবিতে আবারো পথে নামলো বাংলা পক্ষ। মূল অভিযুক্ত বিহারের সঞ্জয় রাই ও অন্যান্যদের ফাঁসির দাবিতে এবং দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার দাবীতে আজ শনিবার ভিআইপি রোডের কেষ্টপুর থেকে বাগুইআটি নেতাজী মূর্তি পর্যন্ত মিছিল করলো বাংলা পক্ষ। শুধু তাই নয় বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রঃতার জন্য পুলিশ ও সিবিআইকে একযোগে নিশানা করেন তারা। প্রসঙ্গত গতকাল ধৃত সঞ্জয় রাইকে শিয়ালদহ কোর্টে পেশ করার সময়, দোষীদের মৃত্যুদণ্ডের দাবিতে কোর্টের বাইরেও বিক্ষোভ দেখায় তারা। তাদের একটাই দাবী রাজনীতি চাই না, আগে বোনের বিচার চাই।


আজ শনিবার বৃষ্টি মাথায় করে শয়ে শয়ে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বাংলা পক্ষের উত্তর ২৪ পরগনা শহরাঞ্চল জেলা নেতৃত্ব ও সংগঠনের সাধারণ সম্পাদক ডঃ গর্গ চট্টোপাধ্যায় এই মিছিলে পা মেলায়।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )