দূর্গা পূজোর ষষ্ঠীতে সমাজসেবা

দূর্গা পূজোর ষষ্ঠীতে সমাজসেবা


দেবশ্রী মুখার্জী : দূর্গা পূজোর মহা ষষ্ঠীতে টালিগঞ্জ যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে কলকাতার হরিদেব পুরের দুঃস্থ শিশুদের সাথে আনন্দ ভাগ করে নিল সংস্থার সদস্যরা ৷ সংস্থার সেক্রেটারী আইনজীবী রাজ্জশ্রী মুখার্জী , প্রেসিডেন্ট আইনজীবী কুশল দাসের উদ্যোগে ও দা ভ্যাগাবন্ড ট্রিপ ডিজাইনার, ফুড পার্টনার দি বিরিয়ানী ক্যানটিনের সহযোগীতায় সমাজে পিছিয়ে পড়া কিছু ছোটদের সাথে পূজোর আনন্দ ভাগ করে নিতে এই উদ্যোগ | উদ্যোক্তাদের এই রূপ কর্মসূচীকে সাধুবাদ জানাতে উপস্থিত ছিলেন কাউন্সিলার সন্দীপ রঞ্জন বকসী , ডায়েটিশিয়ান শ্রেয়সী ভৌমিক সহ অন্যান্যরা ৷

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )