
দীপাবলী স্নেহ মিলন উৎসব 2023
দেবশ্রী মুখার্জী : ১৭ ই নভেম্বর ক্যালকাটা ইলেকট্রিক ডিলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকতার সেন্ট্রালে কাচ্ছি জেন ভবনে উদযাপিত হল দীপাবলী স্নেহ মিলন উৎসব 2023 | ঐ দিন সংস্থার অন্তর্গত ব্যবসায়ীরা নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে ও সম্প্রীতি বজায় রাখতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্ন ভোজনের মধ্য দিয়ে পালন করল এই উৎসব |

এদিন অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে দেখা গেল রাজ্যের মন্ত্রী শোভোন দেব চট্টোপাধ্যায়, কাউসিলার সত্যেন্দ্র সিং , সন্তোষ পাঠক ও মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ওম প্রকাশ ঝাঝরিয়া , সুশীল পোদ্দার, পবন পাটোদিয়া , সূর্যদীপ বর্মন সহ অন্যান্যদের ৷ অনুষ্ঠানটি সফল করতে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংস্থার প্রেসিডেন্ট সত্য প্রকাশ সাউ , জেনারেল সেক্রেটারী অভিষেক বর্মা , ভাইস প্রেসিডেন্ট সন্দীপ রাঠী, ট্রেজারার পীযূস খান্না ,চন্দ্রেশ মেঘানি , মেউল মেঘানি সহ অন্যান্য সদস্যরা ৷
