
গড়িয়ার সরস্বতী পূজোয় এক টুকরো শান্তিনিকেতন
দেবশ্রী মুখার্জী : গড়িয়ার বোয়ালিয়া নস্কর পাড়ার আমরা সবাই ক্লাবের এবারের বিনা বন্দনা ৩৩ তম বর্ষে পদার্পণ করল | তাদের পুজোর এবারের থিম এক টুকরো শান্তিনিকেতন | পূজো কমিটির সভাপতি কিংশুক নস্করের বিশেষ উদ্যোগে আয়োজিত চার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো এই সরস্বতী পুজো | যেখানে বাউল গান , ছৌ নাচ ইত্যাদির সাথে বিভিন্ন সমাজ সেবামূলক কর্মসূচি যেখানে শীতবস্ত্র বিতরণ , বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির সহ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও |

এই পুজো পরিদর্শনে ইতিমধ্যেই বিশিষ্ট ব্যক্তিত্বের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি সি এস কারনন , ডঃ নারায়ণ মিত্র , প্রাক্তন এ সি পি ভক্তি নস্কর , পিপি অজিত কুমার চৌবে , আইনজীবী ওমপ্রকাশ সাউ , দীপংকর হাজরা , হিমাংশু শেখর , সন্তোষ তিওয়ার , দীপঙ্কর হাজরা সহ অন্যান্যরা | এই পূজোর সফলতায় পুজো কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে যারা বিশেষভাবে সহযোগী হন তাদের মধ্যে দেবাশিষ বাগ , ডঃ নারায়ন মিত্র , বিবেকানন্দ নস্কর সহ অন্যান্য সদস্য ও সদস্যবৃন্দরা |

