৮০ তে পা কলকাতা প্রেসক্লাবের

৮০ তে পা কলকাতা প্রেসক্লাবের

দেবশ্রী মুখার্জী : ২২ শে জুলাই ৮০ তে পা রাখল কলকাতা প্রেস ক্লাব | এই ক্লাবের ৮০ তম প্রতিষ্ঠা দিবস পালন উপলক্ষে এই দিন মোহনবাগান মাঠে ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার একাদশ দের সাথে প্রেস ক্লাব একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

যেখানে প্রাক্তনদের মধ্যে গৌতম সরকার, মানস ভট্টাচার্য্য, বিদেশ বসু, সত্যজিৎ চ্যাটার্জী,কৃষ্ণেন্দু রায়, দীপেন্দু বিশ্বাস, অমিত ভদ্র, সুমিত মুখার্জী, অমিত দাস প্রমুখরা অংশ গ্রহন করেছিলেন । প্রাক্তন ফুটবলার একাদশ ২-১ গোলে জয়ী হয়।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )