প্রি দূর্গাপূজো এক্সিবিশন ও সেল ‘ শক্তিরূপেণ ‘2023

প্রি দূর্গাপূজো এক্সিবিশন ও সেল ‘ শক্তিরূপেণ ‘2023

দেবশ্রী মুখার্জী : ৬ ই অক্টোবর লোকটউনের ইস্ট ক্যালকাটা গার্লস কালেজের ক্যাম্পাসে ৬ই সেপ্টেম্বর ও ৭ই সেপ্টম্বর দুই দিন ব্যাপী অনুষ্ঠিত হল এক্সিবিশন | ইস্ট ক্যালকাটা গার্লস কলেজ অ্যালুমনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত এক্সিবিশন ও সেল ‘ শক্তিরূপেন ‘ উদ্বোধন করেন ইস্ট ক্যালকাটা গার্লস কলেজের প্রিন্সিপাল ডঃ উজ্জ্বয়িনী মুখোপাধ্যায় ৷

এছাড়াও উপস্থিত ছিলেন ইস্ট ক্যালকাটা গার্লস কলেজ অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সেক্রেটারী পিয়ালী দত্ত বনিক , সভাপতি শ্রীজিতা নাহা , ট্রেজারার দ্বীগঙ্গনা বোস , চৈতালী মন্ডল , লিপিকা মেদ্দা সহ অন্যান্যরা ৷ এই এক্সিবিশনে গ্রামবাংলার ও শহরাঞ্চলের মহিলাদের হাতে তৈরী বিভিন্ন সামগ্রী দেখতে পাওয়া গেল ৷ হ্যান্ড মেড জুয়েলারি , চকলেট , তাঁতের শাড়ি , ঘর সাজানোর সামগ্রী প্রায় সবকিছুই পাওয়া গেল এক ছাদের নীচে ৷ মূলত সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে আসা মহিলাদের অর্থনৈতিক ভাবে সাবলম্বী করতেই কালজ প্রক্তিণীদের এই উদ্যোগ |

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )