লেজেন্ড অভিনেতা দেবানন্দ এর ১০০ তম জন্মজয়ন্তী পালনে ‘গাতা রহে মেরা দিল ‘

লেজেন্ড অভিনেতা দেবানন্দ এর ১০০ তম জন্মজয়ন্তী পালনে ‘গাতা রহে মেরা দিল ‘

দেবশ্রী মুখার্জী : ২২শে ডিসেম্বর কলকাতার রোটারি সদনে টেক ফাইভ কমিউনিকেশনস এর পক্ষ থেকে ও এর কর্নধার পরিচালক তথাগত ভট্টাচার্য্যের উদ্যোগে লেজেন্ড অ্যাকটর দেবানন্দ এর ১০০ তম জন্মজয়ন্তী উপলক্ষে তারই অভিনীত কিছু গানের সম্ভারে বিভিন্ন কন্ঠ শিল্পীরা কিশোর কুমার, মহম্মদ রফি , লতা মঙ্গেশকর , ও আশা ভোঁসলের গাওয়া গানে তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন ৷ এদিন মুকেশের গাওয়া গানে মঞ্চ থেকে অতিথি শিল্পপরূপে শ্রদ্ধা জানালেন সমাজসেবী রতন ঝাঁওয়ার ৷ এছাড়াও অন্যান্য শিল্পীদের মধ্যে ছিলেন আনন্দ রাও , কাজরী মিমি রায় , বিশ্বজীৎ বাঘা ঘোষ সহ অন্যান্যরা ৷

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )