
এটিকেট’ ও ‘নোবেল হার্ট’ এর শুভ মুক্তি
‘ এটিকেট’ ও ‘নোবেল হার্ট’ এর শুভ মুক্তি
সন্দীপন মান্না : ডিজিটাল প্ল্যাটফর্ম দ্য ক্রিয়েটিভ পিকচার ইউটিউব চ্যানেলে এ লিটিল এফোর্ট নিবেদিত ও তন্ময় রায়ের পরিচালনায় ওয়েব সিরিজ’ রমেনের ডাইরি’ এর ৫০টি কাহিনীর মধ্যে প্রথম দুটি কহিনী যা সমাজ চেতনা ও মানবিক মূল্যবোধকে পরিদর্শিত করে এমনই দুটি ছোট গল্প ‘এটিকেট’ ও’ নোবেল হার্ট’ শুভ মুক্তি পেল ১৩ ই নভেম্বর প্রোডাকশনের পক্ষ থেকে সাউথ কলকাতার এক নামী রেস্তোরায় আয়োজিত এক সাংবাদিক সাম্মলনের মধ্য দিয়ে ৷


এদিন সম্মেলনে পরিচালক তন্ময় রায় ছাড়াও ছবির কলাকুশলীদের মধ্যে উপস্থিত ছিলেন রমেন বিশ্বাস, অঞ্জিষ্ঠা , শ্রীতম সূত্রধর, আকাশ নন্দী , মালা চক্রবর্ত্তী , শান্তনু সূত্রধর , সমাপ্তি পলমাল , নাড়ু গোপাল সহ অম্যান্যরা ৷

CATEGORIES বিনোদন