
অশোক ব্যানার্জী ফাউন্ডেশনের উদ্যোগে দীপাবলির প্রাক্কালে সামাজিক কর্মসূচী পালন
নিউজ ডেস্কঃ কলকাতার ফার্ন রোডের অশোক ব্যানার্জী ফাউন্ডেশনের পক্ষ থেকে উদযাপিত হল দীপাবলীর প্রাক্কালে দুস্থদের পাশে থাকার অঙ্গীকারে এক সামাজিক কর্মসূচি। এই ফার্ন রোডের বাসিন্দা প্রয়াত অশোক ব্যানার্জী তার জীবদ্দশায় বহু দুস্থ মানুষের পাশে থেকে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন , তারই পথ অনুসরণ করে মানব সেবার পথকে বেছে নিয়ে তারই সুযোগ্য কন্যা অ্যাডভোকেট
মিতা ব্যানার্জী ও তার স্বামী অ্যাডভোকেট বরুণ রায় ও মাতা গোপা ব্যানার্জীর সহযোগিতায় সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হয়ে পথ চলা শুরু করল অশোক ব্যানার্জি ফাউন্ডেশনের |

মিতা ব্যানার্জীর বিশেষ উদ্যোগে ২৬ শে অক্টোবর এই সংস্থার পক্ষ থেকে এলাকার দুস্থ মহিলাদের বিজয়ার মিষ্টির সাথে দীপাবলি উপলক্ষে নতুন শাড়ি ও প্রদান করা হয় সংস্থার প্রাঙ্গণ থেকে | এই দিন উক্ত অনুষ্ঠানে প্রায়ত অশোক ব্যানার্জীর পরিবারের সদস্য , প্রতিবেশীগণ ও তার স্নেহধন্যরা উপস্থিত থেকে তাকে শ্রদ্ধা অর্পণ করেন।

