মহাত্মা গান্ধিজীকে শ্রদ্ধার্ঘ্য নিবেদনে সংকল্প সেবা ফাউন্ডেশন

মহাত্মা গান্ধিজীকে শ্রদ্ধার্ঘ্য নিবেদনে সংকল্প সেবা ফাউন্ডেশন

দেবশ্রী মুখার্জী : ৩০ শে জানুয়ারি মহাত্মা গান্ধির মৃত্যুদিবস পালনে সামাজিক কর্মসূচীর মধ্যে দিয়ে সংকল্প সেবা ফাউন্ডেশন দেশ নায়ক গান্ধিজীকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করল | সংস্থার পক্ষ থেকে কলকাতার বড় বাজারে আয়োজিত এই অনুষ্ঠানে সকালে রক্তদান উৎসব ও এরপর সুন্দরকান্ড পাঠ ইত্যাদি বিবিধ কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হলো ফাদার অব দ্য নেশন মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী |এই দিন অনুষ্ঠানে মহাত্মা গান্ধীর ছবিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে ও রক্ত দাতা দের উৎসাহিত করতে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় বকশি, কাউন্সিলার সন্তোষ পাঠক , উত্তর কলকাতা INTTUC সাধারণ সম্পাদক শচীন ত্রিপাঠী , উত্তর কলকাতা যুব তৃণমূল কংগ্রেসের সেক্রেটারী বাগেশ মিশ্রা | ওয়ার্ড নং 22 সভাপতি বরুন মল্লিক সহ অন্যান্যরা |

এছাড়া সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংকল্প সেবা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বলরাম মিশ্রা , সেক্রেটারী ব্রজেশ চোবে , জেনারেল সেক্রেটারী রাজ কুমার সিং , কনভেনর বিপিন সিং , ওয়ার্কিং প্রেসিডেন্ট অবদেশ পান্ডে সহ অন্যান্যরা | বহু মানুষ এদিন স্বেচ্ছায় রক্তদান করে |

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )