বিবেকের তাগিদে বিবেক মেলা2024

বিবেকের তাগিদে বিবেক মেলা2024

সন্দীপন মান্না : ১২ ই স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী পালনে ভবানীপুরের হরিশ পার্কে অনুষ্ঠিত হচ্ছে ‘ মেলা ‘ | স্বেচ্ছাসেবী সংস্থা ‘বিবেক’ বহু সময় ধরেই মানব সেবায় ব্রতী হয়েছে ৷ এই সংস্থার কর্ণধর কার্তিক ব্যানার্জি র তত্ত্বাবধানে আয়োজিত এই মেলা চলবে আগামী ২৩শে জানুয়ারি পর্যন্ত ৷ এই মেলায় থাকছে বিভিন্ন সমাজ সেবামূলক কর্মসূচি ৷১২ই জানুয়ারি এই মেলার উদ্বোধন অনুষ্ঠানে দুঃস্তদের কম্বল বিতরণের সাথে হুইল চেযার প্রদান করতেও দেখা গেল ৷

এই দিন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ সুব্রত বকশি, সংসদ মালা রায়, রাজ্যের মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস, MMIC দেবাশীষ কুমার ,MMIC সন্দীপ রঞ্জন বকশি, প্রাক্তন ক্রিকেটার সংবরন ব্যানার্জি সহ অন্যান্যরা ৷

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )